The Calcutta Mirror Desk :
মণ্ডপে মণ্ডপে চলছে অষ্টমীর সন্ধিপুজো। আর ক’টা বাদেই দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। দুর্গাপুজো শেষ হতেই দিন গোনা শুরু হবে লক্ষ্মীপুজোর। তবে ৬ না ৭ অক্টোবর, লক্ষ্মীপুজো কবে ?
আশ্বিন বা শারদ পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মীপুজো। ২০২৫ সালের পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ৬ অক্টোবর সকাল ১১টা ২৪ মিনিটে। আর পূর্ণিমা তিথির সমাপ্তি ঘটবে ৭ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিটে।
লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত
সাধারণত কোজাগরী লক্ষ্মীপুজোর শুভক্ষণ পূর্ণিমা তিথির রাতে হয়ে থাকে। এই দিন সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত দেবীর আরাধনা করা শুভ বলে মনে করা হয়। ৬ অক্টোবর সন্ধ্যায় তিথি শুরু হওয়ায়, ওই দিন রাতই পুজোর মূল সময়।


