The Calcutta Mirror Desk :
দেবী দুর্গার পায়ের নীচে অসুররূপী – বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুস ! আর দশভুজার একহাতে অসুর রূপে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাটা মুণ্ড ৷ বর্তমানে প্রতিবেশী দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্কের কথা মাথায় রেখে ও শত্রু বিনাসের বার্তা দিয়ে ‘দহন’ থিমে সেজেছে বহরমপুরের সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্ঘ ৷
তাদের এই থিম সাড়া ফেলেছে মুর্শিদাবাদ জেলায় ৷ কিন্তু, অসুরের মুখের আদল মহম্মদ ইউনুসের মতো হওয়ায় বেজায় চটেছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ৷ তারা পুজো কমিটির সম্পাদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে বলে জানতে পেরেছেন পুজো উদ্যোক্তারা ৷