সঙ্ঘের শতবর্ষে মোদী ! প্রকাশ করলেন বিশেষ স্মারক কয়েন

0
35

The Calcutta Mirror Desk : 

স্বাধীনতার পর সমাজের মূলস্রোতে মিশে যেতে বাধার সম্মুখীন হয়েছিল আরএসএস ৷ নিজের মতো দেশ গঠন করতে বারবার প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে ৷ কিন্ত কোনও অসন্তোষ মনে না রেখে সমস্ত আঘাত সহ্য করে শুধু ভালোবাসায় ব্রতী হয়ে সমাজ নির্মাণের কাজ করে চলেছে সংগঠনটি ৷ সঙ্ঘ পরিবারের একশো বছর পূর্তির ঠিক আগে সংস্কৃতি মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজনৈতিক মহলের একটি বড় অংশের মতে, এভাবে নাম না করে কংগ্রেসকেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী ৷

1925 সালের দশমীর দিন সঙ্ঘের প্রতিষ্ঠা হয় ৷ সেই উপলক্ষ্যে বুধবারের অনুষ্ঠানে একটি মুদ্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ 100 টাকার এই কয়েনে অশোকচক্রের পাশাপাশি ভারত মাতার ছবিও আছে ৷ প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত এবং আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রয় হোসবোলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও ৷

কয়েনের ভারত মাতার ছবি দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ তিনি মনে করেন ভারতীয় সমাজ ব্যবস্থার ইতিহাসে এই প্রথম কোনও মুদ্রায় ভারতমাতার ছবি স্থান পেল ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here