দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আজ দশমী। ‘এক মুঠো ফুল দাও না মাগো…’, বাংলার মানুষকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা ও সুর করা আরও একটি গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা বহু প্রতীক্ষায় প্রকাশিত হল।
আজ বিজয়া দশমী। মন খারাপের সুর বাজছে চারিদিকে। মর্ত্যের মায়া কাটিয়ে কৈলাসে পাড়ি দেবেন মা দুর্গা। সমস্ত নিয়ম মেনে চলছে শেষ মুহুর্তে দেবী দুর্গার আরাধনা। শহর থেকে জেলায় শুরু হয়েছে বিষর্জন পর্বও। মণ্ডপে মন্ডপে বিষাদের সুর। সিঁদুর খেলায় মাতলেন মহিলারা।
শহর থেকে জেলা সেই ছবি স্পষ্ঠ। এরইমধ্যে এদিন প্রকাশ পেল মুখ্যমন্ত্রীর আরও একটি গান। বৃহস্পতিবার সেই গান সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। নতুন গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।