The Calcutta Mirror Desk :
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে রাজ্যের অন্যান্য জেলার থেকে মদ বিক্রিতে প্রথম সারিতে পূর্ব মেদিনীপুর জেলা। এবছর ষষ্ঠী থেকে নবমী চার দিনে জেলায় রেকর্ড পরিমানের মদ বিক্রি হয়েছে।
এই এম এল বিক্রি হয়েছে ৩২০৫০৯.৭২ লিটার, এফ এল ২০২৬৫৫.৮৫ লিটার এবং বিয়ার ২৮৪২০৫.৩৯ লিটার। বিদেশিকে টেক্কা দিলো আই এম এল দেশিয় মদ। চারদিনে মোট মদ বিক্রি থেকে উপার্জন ৩৩৮৬৯৭১৯৭.০২ টাকা।