দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :
সোমবার বেনজির দৃশ্যের সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। আদালত কক্ষেই একজন আইনজীবী প্রধান বিচারপতি (সিজেআই) বি.আর. গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার চেষ্টা করেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে চলমান মামলার শুনানির সময় এই নাটকীয় ঘটনা ঘটে।
সূত্রের খবর, আইনজীবী শুনানিকালীন সময়ে তাঁর কাছে গিয়ে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেছিলেন। তবে আদালতে উপস্থিত নিরাপত্তা কর্মীরা সময়মতো হস্তক্ষেপ করে তাকে বের করে আনেন। বেরোনোর সময় অভিযুক্ত আইনজীবী চিৎকার করে বলেন, “আমরা সনাতনের অপমান সহ্য করব না।”
ঘটনার পর প্রধান বিচারপতি গাভাই বিচলিত না হয়ে উপস্থিত আইনজীবীদের শুনানি চালিয়ে যেতে বলে জানান, “এ সব দেখে বিভ্রান্ত হবেন না। আমরা বিভ্রান্ত নই। এই বিষয়গুলি আমাকে প্রভাবিত করে না।”