দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সপ্তদশ শতাব্দীর নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে বাংলায় কালীমূর্তি ও কালীপূজার প্রবর্তক মনে করা হয়। তাঁর আগে কালী উপাসকরা তাম্রপুত্তলিকা বা যন্ত্রে পূজা করতেন। কৃষ্ণচন্দ্র রায় অষ্টাদশ শতাব্দীতে কালীপূজাকে আরও জনপ্রিয় করে তোলেন।
-
কৃষ্ণানন্দ আগমবাগীশ:তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশই প্রথম কালীমূর্তি তৈরি করে পূজা শুরু করেন বলে মনে করা হয়। তাঁর আগে যন্ত্র বা তাম্রপুত্তলিকায় পূজা করা হতো।
-
নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়:অষ্টাদশ শতাব্দীতে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপূজাকে আরও জনপ্রিয় করে তোলেন।


