The Calcutta Mirror Desk :
জল্পনার অবসান ! 243টি আসনের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ও নীতীশ কুমারের জেডি(ইউ) প্রত্যেকে 101টি আসনে নিজ নিজ প্রার্থী দেবে ৷ এই প্রথম শাসক জোটের দুই প্রধান দল সমান সংখ্যক আসনে প্রার্থী দিতে সম্মত হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারে এনডিএ জোটে বিজেপির সরকার গড়েছে বিহারের নীতীশ এবং অন্ধ্র্রের চন্দ্রবাবু নাইডু ৷
রবিবার সোশাল মিডিয়ায় এই ঘোষণা করেন শাসক জোটের জেডি(ইউ) কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা ৷ একই বিষয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী ৷
বিহারে এনডিএ জোটের শরিক দল চিরাগ পাসোয়ানের এলজেপি (রামবিলাস), কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ক’টি আসনে লড়বে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ৷ কিন্তু লোক জনশক্তি পার্টি (এলজেপি) 29টি আসনে লড়তে রাজি হয়েছে ৷ অন্যদিকে জীতন রামের হাম পার্টি 15টি আসনের দাবিতে অনড় ছিলেন ৷ তাঁর মাত্র ছ’টি আসন দেওয়া হয়েছে ৷ এছাড়া বাকি ছ’টি আসন পেয়েছে রাজ্যসভার সাংসদ উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) ৷
জেডি(ইউ) কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা আসন বণ্টন নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “আমরা এনডিএ সঙ্গীরা সৌহার্দপূর্ণ পরিবেশে আসন বণ্টন সম্পূর্ণ করেছি ৷ জেডিইউ- 101, বিজেপি- 101, এলজেপি (আর)- 29, আরএলএম- 6, হাম- 6 আসন পেয়েছে ৷”

