The Calcutta Mirror Desk :
রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে ধুয়ে দিলেন কেরলের আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রন। পাকিস্তানকে ‘সন্ত্রাস, সহিংসতা, গোঁড়ামি, অসহিষ্ণুতা এবং চরমপন্থার উৎসস্থল’ বলে আখ্যা দেন প্রেমচন্দ্রন। উল্লেখ্য, পাকিস্তান রাষ্ট্রসংঘের ফোর্থ কমিটির বৈঠকে ভারত বিরোধী ভুয়ো বক্তব্য পেশ করে। এরপরই ভারতীয় সাংসদ পাকিস্তানকে তোপ দাগেন একের পর এক।
প্রেমচন্দ্রন বলেন, ‘এটা দুঃখজনক যে পাকিস্তান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সম্পর্কে মিথ্যাচার ছড়িয়ে এই ফোরামের অপব্যবহার করে চলেছে। এটা পরিহাসের বিষয়। যে দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তারা কি না বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে কলুষিত করার চেষ্টা করছে। পাকিস্তান সন্ত্রাস, সহিংসতা, ধর্মান্ধতা, অসহিষ্ণুতা এবং চরমপন্থার উৎস।
সম্প্রতি এই বছরের এপ্রিল মাসে পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত এবং মদদপুষ্ট সন্ত্রাসীরা জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ জন নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে।’