ডার্বিতে নিভল মশাল ! IFA শিল্ড জিতল মোহনবাগান

0
5

The Calcutta Mirror Desk : 

এ যেন ২০০৩ সালের IFA শিল্ড ফাইনালের পুনরাবৃত্তি। শেষবার দুই দল শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে। আর সেবার টাইব্রেকারে জেতে মোহনবাগান। এ বারও দেখা গেল একই ছবি। ২০০৫ সালের শিল্ড ফাইনাল গড়াল টাইব্রেকারে। আর মোহনবাগান জিতল ৫-৪ গোলে। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে।

এর পর ম্যাচ যায় টাইব্রেকারে, সেখানে গিয়ে হারতে হলো। একটি শট মিস করেন জয় গুপ্তা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে ইস্টবেঙ্গলের হার যেই শটে নিশ্চিত হয় সেই শটটা নেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী মেহতাব সিং। এই জয়ের ফলে ২১ তম বার IFA শিল্ড জিতল মোহনবাগান এবং এটা মরশুমের প্রথম ট্রফি সবুজ মেরুনের। দুর্ভাগ্যজনক দিন লাল হলুদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here