কালী পুজোয় দেওয়া হত নরবলি !

0
26

The Calcutta Mirror Desk : 

হুগলি জেলার ত্রিবেণীর ডাকাত কালী মায়ের পুজো শুরু হয় রঘু ডাকাতের হাতে। ল্যাটা মাছ পোড়া ছাড়া অসম্পূর্ণ এই পুজো । অতীতে এই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকত নরকঙ্কাল। ডাকাতরা মায়ের পুজো দিয়ে ডাকাতির কাজে বের হতেন। প্রাচীন এই পুজোর সঙ্গে সাধক রামপ্রসাদের যোগ রয়েছে। একসময় ডাকতরা রামপ্রসাদকে বলি দিতে চেয়েছিলেন বলে জনশ্রুতি। সেই সময়ে রামপ্রসাদের মধ্যে দেখতে পান মায়ের রূপ, আর সেই থেকেই সমাপ্তি ঘটে নরবলি প্রথার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here