সীমান্তে সেনার সার্জিক্যাল স্ট্রাইক ! খতম জঙ্গিরা

0
17

The Calcutta Mirror Desk : 

উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের ঘন জঙ্গলে আবারও শুরু হয়েছে গর্জন। ভারতের পূর্ব সীমান্তে ঘটে গেছে এক নির্ভুল ও পরিকল্পিত ড্রোন হামলা, যার লক্ষ্য ছিল মায়ানমার-ভিত্তিক জঙ্গি সংগঠন NSCN-K (YA)-র ক্যাম্প। সূত্রের খবর, এই হামলায় অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছে, যার মধ্যে তিনজন ছিল সংগঠনের এক শীর্ষ নেতার দেহরক্ষী। ওই নেতা গুরুতর আহত অবস্থায় কোনওভাবে পালাতে সক্ষম হন।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাটি অত্যন্ত প্রেসিশন-গাইডেড ছিল, যা ইঙ্গিত দেয় উচ্চপর্যায়ের গোয়েন্দা ইনপুট ও আধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার।

যদিও ভারতীয় সেনা বা অন্যান্য নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে এই অভিযানে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেনি, তবে গোটা ঘটনাটি ছিল “অত্যন্ত সমন্বিত” এবং “পূর্বনির্ধারিত সামরিক পদক্ষেপ” বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here