The Calcutta Mirror Desk :
ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কোনও দল-ই এখনও তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু দল ঘোষণা না করলে, কী হবে! প্রার্থী নিজেই ঘোষণা করে দিলেন নিজের নাম! আর তাতেই ব্যাপক হইচই। উচ্ছ্বাস কর্মীদের মধ্যে।
পূর্ব মেদিনীপুরের ময়নায় নিজেকেই প্রার্থী বলে ঘোষণা করলেন অশোক দিন্দা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা নিজেই ঘোষণা করলেন, ২০২৬ সালের বিধানসভা ভোটে ময়নায় প্রার্থী হবেন তিনি। দলীয়ভাবে ঘোষণার আগেই নিজে থেকে ঘোষণায় উচ্ছ্বাস কর্মীদের মধ্যে। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্দা।
আর তিনি-ই প্রকাশ্যে ঘোষণা করলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি-ই ময়না কেন্দ্র থেকে ফের বিজেপির প্রার্থী হবেন। বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রার্থী তালিকা এখনও প্রকাশ না হলেও, দিন্দা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, “যদিও ভারতীয় জনতা পার্টি ঠিক করেনি কে কোথা থেকে দাঁড়াবে, কিন্তু আমি নাইন্টি-নাইন শতাংশ বলে যাচ্ছি, ময়নাতে আমি-ই প্রার্থী হব।”