ভারতের পাশে জন্ম নিচ্ছে নতুন প্রতিবেশী দেশ !

0
15

The Calcutta Mirror Desk : 

ঘরের পাশে আরও একটা নতুন দেশ। পাকিস্তান, বাংলাদেশের পর কি আরও একটা দেশের জন্ম হবে ? সেই ১৯৪৮ থেকে স্বাধীনতার জন্য গলা ফাটাচ্ছে, লড়াই করছে যারা, তারা কি পাবে নতুন দেশ ?

বালোচিস্তান। চলতি বছর মে মাসে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বালোচদের ৪টি সংগঠন। ১৯৪৮ থেকে অন্তত ১২ বার স্বাধীনতা ঘোষণা করেছে এই বালোচরা। কিন্তু বালোচিস্তান তো স্বাধীন হয়নি! তবে এবার বিষয়টা কিছুটা আলাদা।

বালোচিস্তানকে আলাদা দেশের স্বীকৃতি দিতে এবার রাষ্ট্রসঙ্ঘে আবেদন করেছিল বালোচ সংগঠন গুলো। এর আগে কখনও এই দাবিতে শুনানি করেনি রাষ্ট্রসঙ্ঘ। তবে এবার সেই আবেদনের শুনানি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here