আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ED-র তল্লাশি ! ক্ষুব্ধ মমতা

0
7

The Calcutta Mirror Desk : 

বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ED তল্লাশি ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনার খবর পেতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। একই সঙ্গে আইপ্যাকের সল্টলেকের দপ্তরেও তল্লাশি অভিযান চলছে। সেখানেও পৌঁছন মুখ্যমন্ত্রী। তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করা হয়েছে।

কলকাতার একাধিক জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক দল। দিল্লি থেকে ইডি-র টিম এসেছে অভিযানে। সল্টলেকের IPAC-এর অফিসে এবং পোস্তা এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু করে ইডি। সূত্রের খবর, কয়লা সংক্রান্ত একটি পুরোনো মামলায় এ দিন অভিযান চালিয়েছে ইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here