The Calcutta Mirror Desk :
নির্বাচনী তথ্য হাতাতেই আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানা দিয়েছিল, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় দিল্লি পুলিশ। মন্ত্রকের সামনে থেকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় তৃণমূল সাংসদদের। আপাতত তাঁদের আটক করে পার্লামেন্টারি স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদরা।


