দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ভোটকুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত ‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’র অভূতপূর্ব সাফল্যের পর এবারের তৃণমূল কংগ্রেসের নতুন প্রচারাভিযান- ‘সোজা বাংলায় বলছি’।
বিরোধীদের ধরাশায়ী করতে কৌশলী প্রশান্ত কিশোরের একের পর এক ভাবনা লক্ষ্যভেদ করেছে সুচারুভাবে। এবার তার উদ্দেশ্যে ২০২১-এ বিধানসভা নির্বাচনে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পুনরায় বাংলার মসনদে প্রতিষ্ঠিত করা। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আরও এক সফল অভিযানের রূপায়ণ ঘটালেন তিনি।
বাংলার মানুষের হৃদয় ছুঁতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে ২০২১-এর লক্ষ্যে সরাসরি নতুন কর্মসূচি নিয়ে এসেছেন তিনি।
আজ রবিবার, অর্থাত্ ২৬ জুলাই থেকেই বিজেপিকে রুখতে এই নয়া অভিযান যাত্রা শুরু করলো বাংলায়। ইতিমধ্যে ট্যুইটারে হ্যাশ ট্যাগে ট্রেন্ড করছে ‘সোজা বাংলায় বলছি’ স্লোগান।
এর আগেও মাননীয়া মমতা ব্যানার্জীর নাম ব্যবহার করে দু-দুটি কর্মসূচীর বাস্তবায়ন করেছেন প্রশান্ত কিশোর। বলা চলে একার কাঁধে দায়ীত্ব নিয়েই তিনি ‘দিদিকে বলো’ প্রচারাভিযান সফল করেছেন।
ওই কর্মসূচীতে এক ঢিলেই তিনি দু-পাখি মারেন। তাঁর সেই কর্মসূচী তৃণমূলের দলীয় ভাঙন আটকানোর পাশাপাশি জনসংযোগকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। এরপরই শুরু করেন ‘বাংলার গর্ব মমতা’ অভিযান। সেখানে টার্গেট করেন আদি তৃণমূলীদের সক্রিয়করণকে। তাঁর সেই প্রচারাভিযানে সারা দিয়ে বহু পুরোনো কর্মীরা আবার দলে যোগদান করেন।
এবার ‘সোজা বাংলায় বলছি’তে প্রশান্ত কিশোরের টার্গেট বাংলার আম জনতা। এবার বাংলার মন পেতে সোজা বাংলায় বলার আহ্বান জানাবেন মমতা। সোজা কথা সোজা ভাবে বলার এই অভিযানই হল ‘সোজা বাংলায় বলছি’। উল্লেখ্য বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালি আবেগকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস।
এই নয়া আন্দোলনকে রূপ দিতে বাংলার বুকে ভাষা সন্ত্রাসের অভিযোগকেই তুরুপের তাস করছেন পি কে। এর আগে এই সন্ত্রাস নিয়ে বিজেপির বিরুদ্ধে বহুবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবারও সেই ভাষা সন্ত্রাসে কে পাথেয় করেই আন্দোলনের রূপ দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘সোজা বাংলায় বলছি’ অভিযান চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তোলার নির্দেশ দিয়েছেন বাংলা জুড়ে এবং কোনওভাবেই গেরুয়া শিবিরকে জায়গা ছাড়া যাবে না সেকথাও বলেছেন তিনি ২১ শের মঞ্চ থেকে।
উল্লেখ্য ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক রদবদল ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সংগঠনকে ঢেলে সাজানোর পাশাপাশি তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন প্রচার-পরিকল্পনাকেও। আর সে কারণেই এই দায়িত্ব স্বভাবতই বর্তেছে প্রশান্ত কিশোরের উপর। ২০২১-এ তিনিই একম এবং অদ্বিতীয়ম তৃণমূলের ভোট কৌশলী। তাই তাঁর পরিকল্পনা মতোই এবার শুরু হতে চলেছে ‘সোজা বাংলায় বলছি’ অভিযান। অপেক্ষা এবার আপামর মানুষের প্রতিক্রিয়ার।