দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজ দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। প্রায় ৫০ হাজারের কাছাকাছি। করোনা সংক্রমণের নিরিখে তৈরি হওয়া রেকর্ড দৈনিক পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে রোজই। রাজ্য, জেলা জুড়ে শুধু আতঙ্কের পরিবেশ। কোথাও কমপ্লিট লকডাউনের পথে পুনরায় চলা আবার কোথায় আংশিক। কিন্তু তাতেও বশ মানছে না কোরোনা।
শুধু লকডাউন নয়, করোনা থেকে বাঁচার জন্যে কেন্দ্রীয় স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রক WHO’র নির্দেশিকা মেনে জারি করেছে বেশ কিছু স্বাস্থ্যবিধি। যার মধ্যে বার বার হাত স্যানিটাইজ করার কথাও রয়েছে। কিন্তু কেমিক্যাল ও অ্যালকোহল সমৃদ্ধ স্যানিটাইজারের ব্যাপক ব্যবহারে যে শারিরীক ক্ষতি হতে পারে সেটা বিজ্ঞানীরা জানিয়েছিলেন অনেক আগেই, কিন্তু অসহায় অবস্থা সবসময় সাবধানবাণী কে মেনে চলা যায় না। কিন্তু বাজারে যে হারে স্যানিটাইজার বিক্রি হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে মানুষ নির্বিচারে ব্যবহার করছে এ গুলো।
এমন অবস্থায় এবার স্যানিটাইজারের ব্যবহার নিয়ে সতর্ক করল খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিজেই। মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ড: আর কে বর্মা বলেছেন, ‘এটা আমাদের মানবজাতির জন্যে অভূতপূর্ব সময়। কেউ কোনওদিন ভাবেননি এরকম ভয়ংকর একটা ভাইরাস ছড়িয়ে পড়বে। টাই নিজেদের সুরক্ষিত রাখার জন্য থ্রি লেয়ার মাস্ক পরুন। ঘন ঘন গরম জল পান করুন। এবং হাত ধুতে থাকুন। বেশি স্যানিটাইজার ব্যবহার করবেন না।’
প্রসঙ্গত উল্লেখ্য যে চিকিৎসক ও বিশেষজ্ঞরা অনেক আগেই জানিয়েছিলেন যে, অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার করলে ত্বকের উপকারী ব্যাক্টিরিয়া মারা যায়। যা আমাদের খাবার হজম থেকে শুরু করে ইমিউন সিষ্টেমকেও সমৃদ্ধ করে থাকে। টাই তাই অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার না করাই ভাল বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সাধারণ গায়ে মাখার সাবান ও পরিষ্কার জল উপলব্ধ থাকলেই করোনা ভাইরাস থেকে নিস্তার পাওয়া যাবে।
তাই স্যানিটাইজার এড়িয়ে যাওয়াই শ্রেয় বরং থ্রি লেয়ার মাস্ক পড়ুন আর সাথে সাবান জল দিয়ে হাত ধুয়ে নিন প্রয়োজনে।
প্রসঙ্গত উল্লেখ্য এই সাবধানবাণীর দু’দিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক N95 মাস্ক ব্যবহার করা নিয়েও সাবধান করেছিলেন।
সাবধান! স্যানিটাইজার আপনার ক্ষতি করছে অনেকটাই: সাবধান করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

