দিতে হবে না পরীক্ষা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ

0
46

Bank job: লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাংকের চাকরি। মিলবে মোটা অংকের স্টাইপেন। সরকারি ব্যাংকের চাকরি করার ইচ্ছা কার না থাকে। এবার সেই ইচ্ছা পূরণ হবে সহজেই। ট্রেনি নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কানাড়া ন্যাশনাল ব্যাংক। সেলস এবং মার্কেটিং বিভাগে ট্রেনি হিসেবে নিযুক্ত করবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। কানাড়া ব্যাংকের বিভিন্ন সেন্টারের জন্য বেছে নেওয়া হবে ট্রেনিদের।

লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি:

সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আগ্রহীরা। এই ট্রেনি হিসেবে যোগ দেওয়ার জন্য আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ৬ই অক্টোবর। গোটা দেশে বিভিন্ন ব্রাঞ্চে চলবে এই নিয়োগ। ব্যাংকের সেলস এবং মার্কেটিংএর ট্রেনি হিসেবে নিযুক্ত হতে গেলে আগ্রহীদের অবশ্যই বিশেষ ট্রেনিং প্রয়োজন। এছাড়াও স্নাতক ডিগ্রি থাকতে হবে যেকোনো বিষয়ে।

যোগ্যতা মান:

নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে বছরের মধ্যে, ৩১শে আগস্ট ২০২৫ অনুযায়ী। তবে শুধুই অভিজ্ঞতা সম্পন্নদের জন্য নয় ফ্রেশাররাও পেয়ে যাবেন সুযোগ। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অতিরিক্ত ১০ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। ক্যাপিটাল মার্কেট এবং ফিনান্সিয়াল সার্ভিস সম্পর্কে যাদের পূর্ণ অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কম্পিউটার সম্পর্কিত জ্ঞান এবং কম্পিউটার দক্ষতা থাকা বাঞ্ছনীয়। এবার আসি স্টাইপেনের কথায় । প্রতিমাসে বাইশ হাজার টাকা করে স্টাইপেন পাবেন যোগ্যরা। এছাড়াও পারফরম্যান্স অনুযায়ী ২০০০ টাকা পর্যন্ত ইন্সেন্টিভ পেতে পারেন। সবচেয়ে মজার কথা দিতে হবে না কোন লিখিত পরীক্ষা। আবেদনকারীদের আবেদনপত্র স্ক্রীনিং করার পর যাদের বাছাই করা হবে, তাদের ডাকা হবে ইন্টারভিউতে। অনলাইনেও হতে পারে এই ইন্টারভিউ। যে ইমেইল আইডিতে আবেদন করবেন সেখানেই সরাসরি পাঠিয়ে দেয়া হবে ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় তথ্য। বিস্তারিত জানতে অবশ্যই কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here