Dipika Padukone ‘s daughter: গত বছর গণেশ পঞ্চমীর পূর্ণ দিনে নিজের প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কোল আলো করে এসেছিল দীপিকা এবং রণবীরের প্রথম সন্তান দুয়া। ছোট্ট মেয়েকে নিয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন বলিউডের অন্যতম হায়েস্ট পেইড নায়িকা। তবে মেয়ের মুখ দেখাননি কাউকে। মেয়েকে নিয়ে অতিরিক্ত চর্চা হোক চান না দীপিকা এবং রণবীর কেউই। দেখতে দেখতে একটা বছর পার করে ফেলল ছোট্ট দুয়া। বয়স হলো তার এক বছর। এক বছরের জন্মদিনে এলাহী আয়োজন না করলেও মায়ের উপহার আর আশীর্বাদ পেল একরত্তি কন্যে। দীপাবলীর শুভ লগ্নে মেয়ের দুই পায়ের ছবি পোস্ট করে তার নাম ভক্তদের জানিয়েছিলেন দীপিকা।
দুয়ার জন্মদিন:
এক বছর পূর্ণ হয়েছে মেয়ের। রানী পদ্মাবতীর মেয়ে বলে কথা। তাকে নিয়ে গুঞ্জন হবে না তাই কি কখনো হয়। নিজের হাতে শত ব্যস্ততার মধ্যেই কেক বানিয়েছেন বলিউড ডিভা। মেয়ের ছবি প্রকাশ্যে না এনে যাবতীয় গোপনীয়তা রক্ষা করেছেন মা দীপিকা। বেশ কয়েকবার মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পাপারাজ্জির খপ্পরে পড়তে হয়েছিল সেলিব্রিটি দম্পতিকে। যদিও শেষ পর্যন্ত ছবি শিকারীদের কাছ থেকে মেয়ের মুখ বাঁঁচিয়ে নিয়েছিলেন দীপিকা। আর কতগুলো জন্মদিন পার হলে মেয়ের মুখ সামনে আনবেন বলিউড অভিনেত্রী, সেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা। একই সাথে ছোট্ট খুদেকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।
বাবার উপহার:
এদিন মেয়ের জন্য বিশেষ আয়োজন করেছিলেন রণবীর নিজেও। শুটিংয়ে ব্যস্ত থাকলেও এই বিশেষ দিনটিতে মেয়ের কাছে চলে এসেছিলেন বাবা। মেয়ের জন্য নাকি উপহার এনেছেন দামি গয়না। মা-বাবার উপহার আর বাড়ির সকলের আশীর্বাদে দুয়ার জন্মদিন হয়ে উঠেছিল মুখর