পাঞ্জাবের ১৫০০ পরিবারকে দত্তক নিলেন শাহরুখ খান ! প্রশংসার ঝড় সর্বত্র

0
56

The Calcutta mirror desk: নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ানোকেই মানবিকতা বলে মনে করেন তিনি। বরাবর তিনি আদর্শ মানুষ এবং অভিনেতা হিসেবে ভক্তদের মন কেড়ে নিয়েছেন। এবার বানভাসি পাঞ্জাবের ১৫০০ টি পরিবারের পাশে দাঁড়ালেন তিনি । কথা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। উত্তর-পশ্চিম পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা এখন প্লাবিত। তার মাঝেই যেন দুস্থদের ভগবান হয়ে উঠলেন বাদশা।

বন্যা দুর্গত পাঞ্জাবের পাশে শাহরুখ:

পাঞ্জাবের জন্য ঝাঁপিয়ে পড়লেন তিনি। ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত ছবির জন্য ব্যস্ত রয়েছেন তিনি কিন্তু তারপরেও দুস্থ দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়লেন। গত তিন দশকে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে পাঞ্জাব। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। পাঞ্জাবকে ইতিমধ্যেই বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। স্থল জল এবং বায়ু সেনা ক্রমাগত হাতে হাত রেখে করছে কাজ । এর মাঝেই বানভাসি পাঞ্জাবে ১৫০০ টি পরিবারকে দত্তক নিলেন কিং খান।

মির ফাউন্ডেশনের উদ্যোগ:

তার স্বেচ্ছাসেবী সংস্থা মির ফাউন্ডেশন এই গ্রামগুলির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। ওষুধ পাঠিয়ে দেওয়ার পাশাপাশি কম্বল মশারি খাবার সব কিছুই পাঠানো হয়েছে। অমৃতসর পাতিয়ালা পিরোজপুরসহ পাঞ্জাবের বন্যা কবলিত এলাকাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সামগ্রী। পাঞ্জাবের এই বিধ্বংসী পরিস্থিতি নিয়ে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছিলেন শাহরুখ। এবার শাহরুখের এই কর্মকাণ্ডে প্রশংসার ঝড় সর্বত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here