পুজোয় ঘোরা হবে না হাত ধরে, ভেঙে যাবে এই রাশির জাতক জাতিকাদের সম্পর্ক

0
6

The Calcutta mirror desk: দুর্গাপুজোর আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রেম। পুজোয় প্রেম হোক কিংবা পুজোর আগে প্রেমের প্রথম কলি। সবকিছুতেই রয়েছে এক আলাদা মাদকতা। কিন্তু এবার পুজোতে আর প্রেম করা হবে না বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের। বলা ভালো, খানখান হয়ে ভেঙে যাবে প্রেম। পুজোর আগেই শুক্র নিজের ঘর বদলে ফেলছে। ১৫ সেপ্টেম্বর শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে। এর ফলে প্রেম ভেঙে যেতে পারে মেষ রাশির জাতক-জাতিকাদের। ঝামেলায় জড়াতেই হবে তাদের। প্রেম জীবন মোটেও শুভ হবে না। শুক্র দেবতার ঘর পরিবর্তন হলে প্রেমিক অথবা প্রেমিকাদের সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পাবে। প্রেম থেকে সাধারণত শত হস্ত দূরে থাকতে পছন্দ করেন কন্যা রাশির জাতক জাতিকারা। এবার পূজোতে কাউকে পছন্দ হলেও তার সাথে প্রেম করতে পারবেন না। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের প্রেম ভেঙ্গে যেতে পারে অচিরে। আবার মকর রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন থেকে প্রেম জীবন সবকিছুতেই ঝামেলায় জড়িয়ে পড়বেন। সতর্ক থাকতে হবে প্রেম করতে গেলে। শুক্রের ঘর পরিবর্তনের ফলে প্রতারিত হতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। পুজোর আগে প্রেমিকার আসল স্বরূপ সামনে আসতে পারে। ভেঙে যেতে পারে বহুদিনের পুরনো সম্পর্ক। তাই প্রেমে না জড়িয়ে বরং বন্ধু অথবা পরিবারের সঙ্গে ঠাকুর দেখুন । প্রেমিক অথবা প্রেমিকার সাথে শাড়ি পাঞ্জাবি কিংবা সালোয়ার চুরিদারে জুড়িদার হয়ে ঘুরে বেড়ানোর ইচ্ছে মন থেকে মুছে ফেলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here