The Calcutta mirror desk: আর মাত্র কয়েক মাস তার মধ্যেই মা হতে চলেছেন বলিউডের সুন্দরী ডিভা ক্যাটরিনা কাইফ। এতদিন পর্যন্ত নিজেদের ব্যক্তিগত কথা কারো সামনেই জানাননি অভিনেত্রী এবং তার স্বামী। তবে অবশেষে খোলসা হলো আসল রহস্য। এবার কি তবে বাবা-মা হতে চলেছেন ভিকি এবং ক্যাটরিনা। বড় পর্দায় ক্যাটরিনাকে একেবারেই দেখা যায় না বললেই চলে । আবার সম্প্রতি ভিকি কৌশল অভিনীত ব্যাড নিউজ ছবিটি মুক্তি পেয়েছে। সেই ছবির প্রমোশনে স্বামীর সঙ্গে এসেছিলেন ক্যাটরিনা। কিন্তু তারপর থেকে তাৎপর্যপূর্ণভাবে আর তাদের দেখা যায়নি একসাথে। ব্যাড নিউজ ছবির প্রমোশনে ভিকির সামনে প্রশ্ন করা হয় তার জীবনে গুড নিউজ কবে আসবে তা নিয়ে। প্রশ্নটা সম্পূর্ণভাবেই এড়িয়ে গিয়েছিলেন ভিকি। তিনি জানিয়ে দেন আপাতত এই সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্তঃসত্তা হওয়া নিয়ে ক্যাটের ঘনিষ্ঠ মহল বলছে অক্টোবর কিংবা নভেম্বর মাসেই তাদের গোল আলো করে আসতে পারে প্রথম সন্তান। ক্যাটরিনা তার ছোট্ট সন্তানের জন্য দিন গুণছেন। এরপর নাকি লম্বা একটা ছুটি নেবেন অভিনেত্রী। উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছে একটি ওভার সাইজ শার্ট পড়ে হাঁটছে। তারপর থেকেই ভক্তদের মনে শুরু হয়েছিল গুঞ্জন তবে কি মা হতে চলেছেন অভিনেত্রী। যদিও সেদিন সরাসরি সামনে থেকে ক্যাটরিনার ছবি তুলতে পারেননি ভক্তরা। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ভিকি কৌশল। সেখানে নতুন অধ্যায় সূচনার কথাও বলেছেন।