The Calcutta mirror desk:আগামী ১৭ ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই জন্মদিনে ভারতের মহিলাদের জন্য বিরাট উপহার। দেশজুড়ে সেপ্টেম্বর মাসটিকে পালন করা হবে পুষ্টি মাস হিসেবে। শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি বিষয়ক সচেতনতা ইত্যাদি নানান কর্মসূচি চালানো হবে। ভারতবর্ষে শিশুদের পুষ্টির হার, খাদ্য খাবারের তালিকা ইত্যাদি বিষয়ে নজরদারি চালানো হবে গোটা মাস। কেন্দ্রীয় সরকার সূচনা করতে চলেছে এক নতুন প্রকল্প যার নামকরণ সুস্থ নারী শক্তিশালী পরিবার। ৭৫ হাজারের বেশি স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। আয়ুষ্মান আরোগ্য শিবির কমিউনিটি হেলথ সেন্টার এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে আয়োজিত হবে এই শিবির। দিল্লি মুম্বাই সহ বিভিন্ন মেট্রো সিটি গুলিতে আয়োজিত হবে এই শিবির। এছাড়া রক্তদান শিবির আয়োজন করা হবে বিভিন্ন রাজ্যগুলিতে। বিভিন্ন ব্লক হাসপাতাল গুলিতেও নেওয়া হবে একাধিক কর্মসূচি । দেশজুড়ে ১৫ দিন সেবা পাক্ষিক পালিত হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু এবং মায়েদের স্বাস্থ্য পরীক্ষা বৃদ্ধি পর্যবেক্ষণ ইত্যাদি থাকবে। উল্লেখ্য দেশজুড়ে মায়েদের মৃত্যুহার বেড়েছে অনেকটাই। ৫ বছরের নিচে শিশুদের মৃত্যুহার কমে গিয়েছে। নরেন্দ্র মোদির জন্মদিনের বিশেষ দিনে সুস্থ নারী এবং পরিবার গড়ে তুলতে এই বিশেষ উদ্যোগ। বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতাতেই রাখা হয়েছে এই কর্মসূচি।