এভাবে পাঠ করুন হনুমান চালিশা, মনস্কামনা পূর্ণ হবেই

0
25

The Calcutta mirror desk:সংকট দূর করতে সংকটমোচন মহাবলী হনুমানের শরণাপন্ন হয়ে থাকি আমরা। ভগবান শ্রী রামের কৃপা পাওয়া যায় তার ভক্তের সাধনা করলেই। হনুমান জয়ন্তী থেকে রামনবমী পালনের সময় অবধারিতভাবে হনুমানের পুজো করা হয়। এছাড়া প্রতি শনি এবং মঙ্গলবার ভক্তি ভরে পবন পুত্র হনুমানের পুজো করা হয়। গৃহস্থ বাড়িতে এবং বিভিন্ন মন্দিরে হয় পুজো। বজরংবলীর পূজা অসম্পূর্ণ থাকে হনুমান চালিশা পাঠ না করলে। অনেকেই নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন । জীবনের সংকট এবং বাধাবিঘ্ন দূর করতে তাকেই স্মরণ করেন বহু মানুষ। হনুমান চালিশা পাঠ করলে জীবনে আসে সুখ এবং সমৃদ্ধি। তুলসী দাসের লেখা এই হনুমান চালিশা পাঠের রয়েছে নির্দিষ্ট নিয়ম। ঠিক যেমন ভাবে রামচরিতমানস পাঠ করা হয় শ্রীরামকে মনের মধ্যে স্মরণ করে তেমনি হনুমান চালিশা পাঠ করবার সময় হনুমানজিকে স্মরণ করতে হবে। গভীর অন্তদৃষ্টি দিয়ে তাকে না দেখলে হনুমান চালিশা পাঠ করার কোন অর্থ হবে না বলেই জানিয়েছেন তিনি। শুধুমাত্র হনুমান চালিশা পাঠ করলেই চলবে না তার সাথে সৎ আচরণ করতে হবে। ভক্তি ভরে শিখতে হবে এই হনুমান চালিশা পাঠ। হনুমান চালিশা পাঠ করলে দূর হয় ভয়। এছাড়া নানান রকম বিপদ থেকে রক্ষা পেতে অনেকেই নিয়মিত হনুমান চালিশা পাঠ করে থাকেন। বিশেষত মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করেন ভক্তরা। হনুমান চালিশা পাঠ করলে সু প্রসন্ন হন ভগবান শ্রীরাম এবং দেবী সীতা। অর্থাৎ হনুমান চালিশা পাঠ করলে একই সাথে আশীর্বাদ মেলে ভগবান রাম এবং দেবীর সীতার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here