The Calcutta mirror desk: আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। জন্মদিনের দিন একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল থেকেই উষ্ণঅভ্যর্থনা আর জন্মদিনের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খর্গে, শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এছাড়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন গোটা পৃথিবীর বিশ্ব নেতারা। মোদিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরাও মোদিকে শুভেচ্ছা ভাসিয়ে দিয়েছেন। এক্স হ্যান্ডেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু শুভেচ্ছা জানিয়ে লেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম অসাধারণ নেতৃত্বের মাধ্যমে দেশকে মহান লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে দীর্ঘজীবী হন প্রধানমন্ত্রী। দেশবাসীর কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যে মানুষটি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, কিছু অভিজ্ঞতা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ ছিল ঠিক তাই। বিরোধীরাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন শুভেচ্ছা। রাহুল গান্ধী লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের অনেক শুভেচ্ছা। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইলো শুভেচ্ছা ও শুভকামনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী খ্রিস্টোফার লুক্সসেন ভিডিও বার্তায় জানিয়েছেন নমস্কার আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি। বন্ধুদের পক্ষ থেকে আপনার ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা।