The Calcutta mirror desk: বড় সাফল্য ডিফেন্স রিসার্চ development অর্গানাইজেশনের। এবার চলন্ত ট্রেন থেকেই ছোরা যাবে মিসাইল। চলন্ত ট্রেন থেকে সরাসরি মিসাইল ছুড়ে শত্রুকে নিধন করা যাবে। তবে এর জন্য দরকার একটি বিশেষ ধরনের প্লাটফর্ম। ইতিমধ্যেই এই বিষয়ে ট্রায়াল রান সম্পূর্ণ হয়ে গিয়েছে। অগ্নি প্রাইম উৎক্ষেপণ করার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই কথা জানিয়েছেন সকলকে। নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি লিখেছেন এই ধরনের মিসাইল লঞ্চ প্রথমবার। দেশের রেলওয়ে নেটওয়ার্ক থেকে সহজেই এই মিসাইল ছুড়ে দেওয়া যাবে। মোবাইল লঞ্চার থেকে এই অগ্নি মিসাইল লঞ্চ করা হবে। ফলে খুব দ্রুত প্রতিরক্ষা ক্ষেত্রে জোয়ার আসবে এমনটাই বলছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি লিখেছেন এই ধরনের মিসাইল লঞ্চ এই প্রথম। রেল নেটওয়ার্ক যে সব জায়গায় রয়েছে সেখান থেকে সহজেই এই মিসাইল লঞ্চ করা যাবে। তিনি আরো লিখেছেন ডিআরডিওকে অনেক শুভেচ্ছা। অগ্নি মিসাইল উৎক্ষেপণ তাদের দ্বারাই সম্ভব। ভারতবর্ষের জীবন রেখা রেলওয়ে নেটওয়ার্কের মধ্য দিয়ে এই মিসাইল উৎক্ষেপণ করা হলো। ২০০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই মিশাইল। মিশন দিব্যস্ত্রের আওতায় ৫ তম মিসাইল সিস্টেমের পরীক্ষা করেছে ভারত। MIRV সিস্টেম অগ্নির সাথে সামঞ্জস্য করে আঘাত করতে পারবে যে কোন লক্ষ বস্তুতে। এই ধরনের মিসাইল এই প্রথম ভারতবর্ষে ব্যবহারের জন্য উপযুক্ত হল বলছেন রাজনাথ সিং। আপাতত চেন্নাইয়ের একটি রেলস্টেশন থেকে এই মিশাইল ছোড়া হয়েছে। সেখানে সফলভাবে উৎক্ষেপিত হয়েছে এই মিসাইল। এরপরে শত্রু পক্ষকে নিধন করতে আর বিশেষ ভাবনা চিন্তা করতে হবে না বলেই মত প্রতিরক্ষা মন্ত্রকের।


