The Calcutta mirror desk: মা হতে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেত্রী এবং তার স্বামী অভিনেতা ভিকি কৌশল সমাজ মাধ্যমে ফলাও করে জানিয়েছেন সেই কথা। তারপর থেকেই একের পর এক মিষ্টি শুভেচ্ছা ভরে গিয়েছে তাদের সমাজ মাধ্যম। ক্রিকেটার থেকে অভিনেতা সকলেই আসন্ন দিনের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা অবশেষে তাতেই পড়লো সীলমোহর। কেবল মাত্র একটা পোস্ট দিয়েই অনুরাগীদের রীতিমত চমকে দিলেন অভিনেতা-অভিনেত্রী। প্রায় দুই বছর কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। তখন থেকেই চলছিল গুঞ্জন তবে কি এবার সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা। মাঝেমধ্যে অবশ্য স্বামী এবং শাশুড়ির সঙ্গে তাকে দেখা যেত বাইরে। তবে কোনোভাবেই মিডিয়াকে বুঝতে দিতেন না আসল কথা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সন্তান আগমনের কথা জানিয়েছেন ভিক্যাট। তারপর থেকেই সোনাম কাপুর আলিয়া ভাট এমনকি সমস্ত শত্রুতা দূরে সরিয়ে দিয়ে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডে অক্ষয় কুমার থেকে রণবীর কাপুর ক্যাটরিনার সাথে প্রেমের চর্চা থাকলেও সবচেয়ে বেশি যাকে নিয়ে ছড়িয়েছিল গুঞ্জন তিনি সালমান খান। ক্যাটরিনাকেই নাকি মন প্রাণ দিয়ে ভালবাসতেন সালমান। সেই ক্যাটরিনা মা হচ্ছেন কি বলছেন সালমান। বলিউড সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত ক্যাটরিনাকে কোন শুভেচ্ছা জানাননি তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল একটি পোস্ট যেখানে দেখা গেছে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রেমিক। তবে না, এখনো পর্যন্ত সালমানের তরফ থেকে আসেনি কোন বার্তা। পোস্টে লাইক পর্যন্ত করেননি সলমন। বিচ্ছেদের পরেও বন্ধুত্বের ভাটা পড়েনি সালমান ক্যাটরিনার। একে অপরের সঙ্গে কথা না বললেও ঐশ্বর্য সলমানের মতন তিক্ততা আসেনি তাদের জীবনে।