‌ পরীক্ষা ছাড়াই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী নিয়োগ, কারা করবেন আবেদন

0
22

The Calcutta mirror desk: আপনি কি শিক্ষিত বেকার। চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। তবে আপনার জন্য দারুন সুখবর। এবার কেন্দ্রীয় সরকারের চাকরি হাতের মুঠোয়। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে। আপনিও হতে পারেন এর অংশীদার। দীপাবলির আগেই কপাল খুলে যেতে পারে আপনার।

কেন্দ্রীয় যোগাযোগ ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাংকে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। ডাক সেবক হিসেবে কর্মী নিয়োগ করা হবে এখানে। বিভিন্ন শূন্য পদে প্রায় ৩৪৮ জনকে নেওয়া হবে। ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকে এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। তবে প্রথমে ১ বছরের জন্য অর্থাৎ চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ করা হবে। পরে অবশ্য সেই মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ একসাথে তিন বছরের জন্য করতে পারবেন চাকরি।

এজন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকরা সরাসরি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে গ্রামীণ ডাক সেবক হিসেবে যারা ‌ কাজ করেছেন তাদেরকেই কেবল নিযুক্ত করা হবে। প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে ৩৫ বছরের মধ্যে। স্নাতক স্তরে যেভাবে নম্বর পেয়েছেন চাকরিপ্রার্থীরা সেই অনুযায়ী তাদেরকে নির্বাচন করা হবে তবে প্রয়োজন হলে পরীক্ষা নেওয়া হতে পারে। অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার সময় শুরু হয়েছে ৯ অক্টোবর থেকে। এর সময় শেষ হবে ২৯ শে অক্টোবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here