মিটে গেল ভুল বোঝাবুঝি? অরিজিতের কাছাকাছি এলেন সালমান!

0
22

The Calcutta mirror desk: বলিউডে সলমনের সঙ্গে অরিজিৎ সিংয়ের সম্পর্কের অবনতির কথা কার না জানা। বাংলার এই গায়ককে নাকি একসময় সহ্যই করতে পারতেন না অভিনেতা। এমনকি বারবার তিনি অরিজিতের গানের সমালোচনা করে বলেছেন ওর গান শুনলে ঘুম পেয়ে যায়। অরিজিতের গানে কোন মাধুর্য নেই বলেও কটাক্ষ করেছিলেন বলিউডের এই অন্যতম প্রথম সারির অভিনেতা।

প্রায় দশ বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ তাদের। সালমানের কোন ছবিতে শোনা যায়নি অরিজিতের গান। এমনকি অরিজিৎ সিংএর ক্যারিয়ার শেষ করে দেবেন বলে হুমকি দিয়েছিলেন সালমান খান। যদিও সালমান এবং ক্যাটরিনা অভিনীত টাইগার থ্রি ছবিতে শোনা গিয়েছে অরিজিতের নেপথ্য কন্ঠ। তার মাঝেই বিগবস 19 মঞ্চে এবার প্রথম এই বিষয় নিয়ে মুখ খুললেন সালমান খান। ঠিক কি হয়েছিল। কমেডিয়ান রবি গুপ্তার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান অরিজিৎ আর আমি অত্যন্ত ভালো বন্ধু তবে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা ওর দিক থেকে কেটে গিয়েছে ও আমার জন্য গান গেয়েছে। এরপর ব্যাটেল অফ গালওয়ান ছবিতে আমার লিপে ওর গাওয়া গান থাকছে।

এমনকি সলমানের বান্দ্রা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিৎ সিংএর গাড়ি ঢুকেছিল। তারপর থেকেই ভক্তরা অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন এবার হয়তো সম্পর্কের বরফ গলতে চলেছে। উল্লেখ্য ২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অরিজিৎ এবং সালমানের ঝামেলার ঘটনা মুখোমুখি আসে। এওয়ার্ড অনুষ্ঠানে নমিনেশন পেয়েছিলেন অরিজিৎ সেখানে জয়ের পুরস্কার নিতে মঞ্চে উঠতেই তাকে কটাক্ষ করেন সালমান। তার অত্যন্ত সাদামাটা মেজাজ এবং হাওয়াই চপ্পল ও জামাকাপড় দেখে সালমান ঠাট্টা করে বলেছিলেন তুই বিজেতা ঘুমিয়ে পড়েছিলি নাকি। উত্তরে গায়ক বলেন আরে আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। তারপর থেকেই তাদের মধ্যে এই ঠান্ডা লড়াই চলে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here