28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    ‘Google’ এর গুপ্তচরবৃত্তি’র পর্দাফাস

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:সত্যজিত রায় এর ফেলুদা কে চেনেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্তর। যারা ফেলুদার গল্প পড়েছেন বা সিনেমায় দেখেছেন, তাদের কাছে আরও একটি আকর্ষণীয় চরিত্র ছিল সিধু জ্যাঠা। যিনি একজন চলতি ফিরতি হিউম্যান এনসাইক্লোপিডিয়া ছিলেন। কবে কোথায় এবং কেন কী ঘটনা ঘটছে সমস্থ উত্তরই থাকতো তাঁর কাছে। কিন্তু গল্পের সিধু জ্যাঠা কাল্পনিক চরিত্র হলেও প্রযুক্তির জগতের ‘একম এবং অদ্বিতীয়ম’ ‘Google’ কিন্তু কাল্পনিক নয়, বরং বাস্তবের সিধু জ্যাঠা।
    সত্যজিত ১৯৬৫ তে ‘সিধু জ্যাঠা’ কে জন্ম দিলেও ১৯৯৮ সালে আমরা পাই ‘Google’কে। জন্মের পর থেকেই ‘Google’ ভিন্ন আমাদের জীবন বৃথা। আর ২০০৮ সালে অ্যান্ড্রয়েড ফোন হাতে আসার পর আমরা নিজেদের অজান্তেই ‘Google’ এ আত্মীকৃত হয়ে পড়েছি। হ্যাঁ, ‘Google’ জানে আমাদের সবটাই! এমন কী আমার আপনার বাবা-মা বা আপনার ঘরণী বা আপনার হাসবেন্ড এর থেকেও অনেক অনেক বেশি কিছু।
    আর ‘Google’ সব জানে বলেই বিশ্বজুড়ে ইউজারদের তাক লাগাতে প্রায়শই নিত্যনতুন ফিচার্স নিয়ে হাজির হয় সে। কখনও নতুন স্পেসিফিকেশন আবার কখনও বিশেষ আপডেট। কিন্তু এই মনরঞ্জনের আড়ালে ‘Google’ যা করেছে বা যা করে চলেছে সেটা কিন্তু যথেষ্টই উদ্বেগের।
    ১৯৯৮ সাল থেকে ২০২০ এই দীর্ঘ যাত্রা পথে ‘Google’ নিজের স্বার্থেই অনেক প্রতিযোগী তৈরি করেছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল লাদেন। হ্যাঁ, তবে যদিও কার্যগত ফারাক রয়েছে এই উদ্ধৃত উপমার। ২০২০ সালে যখন চারিদিকে অজস্র আকর্ষণীয় অ্যাপ্লিকেশন এর ছড়াছড়ি ঠিক তখন অন্যান্য প্রতিযোগী অ্যাপ্লিকেশন থেকে ইউজারদের তথ্য সংগ্রহ করে সেগুলির বিশ্লেষণ করছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। এক কথায় বলা যেতে পারে, অ্যান্ড্রয়েড ইউজারদের তথ্য চুরিই করছে ‘Google’
    এই বিষয়ে জিজ্ঞাসা করায় সংস্থার তরফে জানানো হয়েছে যে, নিজেদের অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেম আরও উন্নত করতেই এমনটা করছে তারা। Google-এর তরফে বলা হয়েছে যে, প্রাথমিক ভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের মতো ফিচারের উপর কাজ করতেই এই তথ্যগুলি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি করা হচ্ছে।
    এই সব সংগৃহীত ডেটা যেমন একদিকে অ্যাপ ডেভেলপারদের জন্য অবাধে উপলব্ধ, তেমনই আবার তাদের নিজস্ব প্রোডাক্টের মধ্যেই এগুলির কার্যক্রম সীমাবদ্ধ। Google আপাতত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ‘চুরি করা’ ডেটা গুলি বেনামে লকবক্স পরিষেবাতে গচ্ছিত করে রাখছে।
    সুত্র মারফত খবর, খুব শিগগিরই বাজারে ‘Google Keep’ নামে একটি ফিচার্স নিয়ে আসছে গূগল। আর সেই কারণেই তাদের জি-বোর্ডের পরিষেবা উন্নত করতে থার্ড পার্টির কিবোর্ড অ্যাপ্লিকেশনগুলি থেকে তথ্য সংগ্রহ করছে। আর এই একই কারণেই বিভিন্ন নোট অ্যাপ্লিকেশনগুলির তথ্যও সংগ্রহ করছে তারা।
    Google আসলে অন্যান্য মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশন এর তথ্য বিশ্লেষণ করে তাদের নিজেদের প্রোডাক্ট ‘YouTube Music’-কে আগামী দিনে আরও উন্নত করতে চলেছে।
    যদিও এই চুরির আখ্যান কিন্তু উপরের কাজেই থেমে ছিল না। এর আগে লুকিয়ে ‘TikTok’-এর কাছ থেকেও তথ্য সংগ্রহ করে ভারতে ‘TikTok’এর প্রতিদ্বন্দ্বী একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করার চেষ্টায় ছিল Google।
    এমনকী এ-ও জানা গিয়েছে যে, বেশ কিছু ই-মেল অ্যাপলিকেশন থেকেও ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করেছে Google। আর এই ই-মেল অ্যাপগুলির প্রতিটিই আদতে Gmail-এর প্রতিদ্বন্দ্বী।
    গল্পের সিধু জ্যাঠা, ফেলুদার প্রশ্নের উত্তর দিতে নিউজ পেপার কাটিং সংগ্রহ করে তার সংরক্ষণ করতেন। অনেক টা লাইব্রেরীর মত। তিনি কিন্তু কখনো সেটা তার কৃতিত্ব বলে চালান নি তবে বিশ্বের বিশেষজ্ঞ অ্যান্ড্রয়েড ডেভেলপারদের মতে, Google-এর এই ধরণের আচরণ খুব একটা অসঙ্গত নয়। এই ধরনের তথ্য সংগ্রহের ঘটনা আসলে Google-এর প্রতিযোগিতায় নামার ইঙ্গিত্‍।
    ঠিক এর আগে Facebook-এর বিরুদ্ধেও এরকমই অভিযোগ উঠেছিল। তাকেও অনেক কৈফিয়ত দিতে হয়েছিল মার্কিন কোর্টে। আমার আপনার ব্যক্তিগত ডেটা তো আগেই ‘Google’ এর কাছে গচ্ছিত, কিন্তু এখন দেখার এই অ্যাপ্লিকেশন কোম্পানীগুলো ‘Google’ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...