ব্লাড মুনের পর এবার সূর্যগ্রহণ, পিতৃপক্ষের শেষে বিরল মহাজাগতিক কান্ড

0
13

Solar eclipse: সম্প্রতি চন্দ্রগ্রহনে ব্লাড মুন দেখার সৌভাগ্য মিলেছে দেশবাসীর। বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখে কারো মনে জেগেছে ভয় আবার কেউ উপভোগ করেছেন লালচাঁদকে। তবে চন্দ্রগ্রহণের পর এবার আরো এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকার সৌভাগ্য হবে বিশ্বের । বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ২১ শে সেপ্টেম্বর। ২১শে সেপ্টেম্বর কন্যা রাশিতে এই সূর্য গ্রহণ হবে। সূর্য অবস্থান করবে কন্যা এবং তারা ফাল্গুনী নক্ষত্রে । পিতৃপক্ষের শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হবে আর সেই বিরল মুহূর্তেই ঘটবে এই ঘটনা।

ভারতে কি দৃশ্যমান;

যদিও এই গ্রহনের কোন রীতিনীতি পালিত হবে না ভারতবর্ষে। এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশ গুলিতে। বছরের শেষ সূর্য গ্রহনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃ তর্পণ করা যাবে কিনা তাই নিয়ে নানা মুনির নানা মত। যেহেতু এই সূর্যগ্রহণ দৃশ্যত হবে না, সেই কারণে ভারতবর্ষে মানা হবে না এই সূর্য গ্রহণ সংক্রান্ত কোনো রীতিনীতি। বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হলেও সূর্য গ্রহণ দেখার কোনো সুযোগ পাবে না ভারত। আর সেই কারণেই শাস্ত্রীয় নির্দেশ মতে এই সূর্য গ্রহণের কোন রীতিনীতি পালিত হবে না ভারতে।

পিতৃপক্ষের অবসান:

তবে পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনা এই সূর্যগ্রহণকে একেবারেই হালকা ভাবে নিতে নারাজ পন্ডিত মহল। অনেকেই বলছেন, কন্যাা রাশিতে সূর্যের এই গ্রহণ পর্ব বিশেষ বার্তাবাহক। প্রথমে চন্দ্রগ্রহণ এবং পরে সূর্যগ্রহণ মহাজাগতিক ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তারা। বাঙ্গালীদের পুজোর সূচনা অর্থাৎ মহালয়ার দিনেই এই সূর্য গ্রহণ নিয়ে তৈরি হয়েছে নানান তর্ক বিতর্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here