The Calcutta mirror desk: অষ্টমীর রাতে তুলে আনলেন বাঙালি আবেগ। একসময় আসাম ছিল বাংলা প্রেসিডেন্সির অংশ। উত্তর পূর্বের রাজ্য আসামে এখনো বহু মানুষ রয়েছেন যারা বাংলা ভাষাভাষী। বিভিন্ন স্থানে হয় দুর্গাপুজো। অষ্টমীতে মহিলা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে আদ্যোপান্ত বাঙালি সেজে উপস্থিত হলেন শিল্পী শ্রেয়া ঘোষাল। লাল টেম্পল পারের সাদা শাড়ি তার কানে ঝুমকো এবং হাতে সোনার বালা। বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করলেন শ্রেয়া ঘোষাল। আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে এদিন মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। বিশ্বকাপের শুরু থেকেই যুক্ত তিনি। মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বারবার গান গেয়েছেন ভারতের এই কিংবদন্তি গায়িকা।২ নভেম্বর পর্যন্ত ভারত এবং শ্রীলংকার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে. ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে পাঁচখানা মেগা টুর্নামেন্ট! এদিন প্রয়াত শিল্পী জুবিন গর্গকেও সম্মান জানাতে দেখা যায় তাকে। উল্লেখ্য আসামের গুয়াহাটিতে গতকাল সকালেই পৌছে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপের মহা মঞ্চে তাকে এভাবে দেখে স্বাভাবিকভাবেই উচ্চশিত অসংখ্য বাঙালি। বাঙালি আঙ্গিকে ধরা দিয়ে ভারতবর্ষের জাতীয় সংগীত গেয়ে উঠেছিলেন তিনি। একই সাথে এদিন শ্রীলংকার হয়েও এসেছিলেন এক মহিলা শিল্পী। তিনিও এদিন শ্রদ্ধার্ঘ্য জানান প্রয়াত শিল্পীকে । শ্রীলংকা দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন তিনিও। এক অনবদ্য মুহূর্ত রচিত হয় এদিন।
Home রোজকেরে খবর আন্তর্জাতিক আন্তর্জাতিক মঞ্চে বাঙালি হয়ে উঠলেন শ্রেয়া ঘোষাল, প্রশংসায় পঞ্চমুখ আমজনতা