The Calcutta mirror desk: এবার ম্যাপ থেকে পাকিস্তানকে মুছে ফেলা হবে। বড় হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান। রাজস্থানের শ্রী গঙ্গা নগরে দাঁড়িয়ে থেকে বড় হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দিবেদি। অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভার্সন দেখা যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুব শীঘ্রই অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভার্সন দেখা যাবে বলে পাকিস্তানকে এদিন রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ত্রাসবাদকে কোনভাবেই সমর্থন করবে না ভারত প্রয়োজন হলে পাকিস্তানকে ভারতের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। যেভাবে সন্ত্রাসবাদকে মদত দিয়েছে পাকিস্তান তাকে সমূলে বিনাশ করা হবে বলে অফিসিয়ালি দিয়েছেন উপেন্দ্র দ্বিবেদি।
পাকিস্তান এবার অদূর ভবিষ্যতে ইতিহাস ভূগোলে থাকবে কিনা তা নিয়েও নিশ্চয়তা প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্রীয় মদতে কিভাবে সন্ত্রাস বন্ধ করবে পাকিস্তান তা এখন থেকেই ভেবে নেয়া উচিত বলে পার্শ্ববর্তী দেশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার ভারতের বায়ু সেনা প্রধান পাকিস্তানকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন। পহেলগাঁও কাণ্ডে যেভাবে সাধারণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার চালানো হয়েছে তার জবাব আমরা দেবো বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পাকিস্তান সীমান্ত থেকে ২০০ কিলোমিটার ভেতরে গিয়ে আঘাত করা হয়েছে বলেও জানিয়েছিলেন প্রাক্তন বায়ু সেনা প্রধান।। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
। গুজরাটের কচ্ছের রণের কাছে ক্রিক সীমান্ত এলাকায় এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাকিস্তান যাতে ধীরে ধীরে তাদের সন্ত্রাসবাদের বীজ উপড়ে ফেলে সেই আবেদন জানানো হয়েছে। এদিকে পাক অধিকৃত কাশ্মীর আবারো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। শান্তি বজায় রাখতে বারবার দুই দেশের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে।