করোনা জোড়ালো হানা টেলিপাড়ায়

0
66

দ্য কলকাতা মিরর ব্যুরো : রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। সোমবারই  স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন,আর এইদিনই ফের একবার করোনা থাবা বসাল টলিগঞ্জের টেলিপাড়ায়। কোয়েল মল্লিকের পরিবারের করোনা আক্রান্ত হওয়ার খবর আগেই সামনে এসেছে। এবার জানা গেল বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সুরজিৎ বন্দ্যোপাধ্যায় কোভিড-১৯ এ আক্রান্ত। একাধিক বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে এই অভিনেতাকে, আপাতত কোড়া পাখি ধারাবাহিকে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছিলেন তিনি। শুধু সুরজিৎ নন, তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় ও মেয়ে দেবপ্রিয়ার করোনা রিপোর্টও পজিটিভ বলেই ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিনেতার মেয়ে দেবপ্রিয়া। 
সোমবার তিনি লেখেন, ‘আমার এবং আমার বাবা-মা তিন জনেরই কোভিড টেস্ট আজ পজিটিভ এসেছে। তিন মাস গৃহবন্দি থাকার পর এ জিনিস কী করে সম্ভব তা আমার জানা নেই।   দেবপ্রিয়া আরও লেখেন, “আমাদের যতটুকু তথ্য দেওয়া হয়েছিল তাতে আমরা জানতাম টলিপাড়া সম্পূর্ণরূপে স্যানিটাইজড রয়েছে। হয়তো অন্য কোনও ভাবে সংক্রমিত হয়েছে বাবা। অনেকে বলছে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। বোধ হয় আমরাই ছিলাম গোষ্ঠী সংক্রমণের প্রথম তিন বলি।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here