পুজোর মুখেই বন্ধ কলকাতার রাস্তা, কোন দিক থেকে যাবেন শপিং করতে?

0
8

The Calcutta mirror desk: কলকাতা মানেই পুজো । ঢাকের শব্দ আর বাজারের ভিড়ে যেন মনে হয় চলে এসেছে পুজো। কলকাতার এ গলি থেকে সে গলি ডাক্তার মোড়ে মোড়ে শুধুই ঢাকের শব্দ। চলছে কেনাকাটার পর্ব। কলকাতায় পুজো দেখার প্লান করছেন কিংবা হাতিবাগান অথবা নিউ মার্কেটে কেনাকাটা করবেন। কলকাতার কোন কোন রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে? জানেন কি। মহালয়া দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মী পূজার সময় কলকাতায় বেশ কিছু রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল। আর দশ দিন পর মহালয়া। তৃতীয়া থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য চলাচল করবে যানবাহন। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে মহালয়া এবং লক্ষ্মী পুজো পর্যন্ত। কলকাতা পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে তৃতীয়া থেকে নবমী পর্যন্ত উত্তর কলকাতা মধ্য কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ-পূর্ব কলকাতা এবং শহরতলির বেশ কয়েকটি রাস্তায় বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল। তৃতীয়ার দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল। ২৬ শে সেপ্টেম্বর চতুর্থীর দিন দুপুর তিনটা থেকে রাত দুটো পর্যন্ত যান চলাচল বন্ধ। পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ ২৭ ও ২৮ শে সেপ্টেম্বর দুপুর ৩ থেকে রাত ৩ পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। সপ্তমী ও অষ্টমী অর্থাৎ ২৯ এবং ৩০ সেপ্টেম্বর দুপুর ৩ থেকে ভোর ৪ পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। তবে কলকাতার সমস্ত রাস্তা নয়, বিকে পাল এভিনিউ নিমতলা ঘাট স্ট্রীট কে কে ঠাকুর বৈকুন্ঠ সেন রোড যদুলাল মল্লিক রোড, ভাবানাথ সেন স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট, গুরিপারা রোড, গোপালরাম দত্তলেন হরিনাথ দে রোড কৈলাস বোস স্ট্রিট, এপিসি রোড কাইজার স্ট্রীট , মহারানী স্বর্ণময়ী রোড,রমেন্দ্র মজুমদার স্ট্রিট, বিটি রোড, সাহিত্য পরিষদ স্ট্রিট, শ্যামাচরণ দে স্ট্রীট, নর্থ শিয়ালদা রোড,কাশি বোস লেন, ইত্যাদি রাস্তা গুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here