চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল,আদালতে মুখ পুড়ে গেল ডায়মন্ড হারবারের

0
34

The Calcutta mirror desk: আবারো কলকাতা আদালতে বড় ধাক্কা খেল ডায়মন্ড হারবার। এর আগে ইস্ট মোহনকে হারিয়ে বাংলার অন্যতম সেরা দলে পরিণত হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত বছর সি এফ এল পয়েন্টে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এবার ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার কথা জানিয়েছিল আইএফএ। তবে ডায়মন্ড হারবার ফেব্রুয়ারিতে কলকাতা লিগ রিলায়েন্স ফাউন্ডেশন লিগ এবং আই লিগ ২ গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে। তারপর থেকেই সিভিল পয়েন্টে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নারাজ ছিল ডায়মন্ড হারবার এফসি। ভবানীপুরের বিরুদ্ধে ওয়াক ওভার পেয়েছিল লাল হলুদ। ইস্টবেঙ্গলের সবচেয়ে বেশি পয়েন্ট দাঁড়িয়ে ছিল ৪৭ এ তবে ডায়মন্ড হারবার এফসি জানিয়ে দেয় তারা যেহেতু ইস্টবেঙ্গলের সাথে খেলেনি তাই তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না।। এরপরেই আদালতের দ্বারস্থ হয় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথমে ডায়মন্ড হারবারের পাশেই দাঁড়িয়ে যায় আলিপুর জেলা আদালত। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বাংলার ফুটবল সংস্থা। উচ্চ আদালত ডায়মন্ড হারবারে বিপক্ষে রায় দেয় এবং ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করবার নির্দেশ দেয়। চার দিনের মধ্যে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দ্বিতীয় জয় পায়। গত রবিবার অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর সিএফএল লীগে ডায়মন্ড হারবারকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here