The Calcutta mirror desk: সমুদ্র হয়েছে উত্তাল। একাদশীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। উপকূলবর্তি এলাকায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের হাওড়া হুগলী পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ পুরুলিয়া জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে।
দ্বাদশীর দিন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, দেখা যেতে পারে রোদের মুখ। ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত। সেখান থেকেই গভীর নিম্নচাপ তৈরি হয়ে এগিয়ে আসবে পূর্ব উপকূলের দিকে। শুক্রবার দুপুর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে একাদশী থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। শনিবার দ্বাদশীর দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় অতি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার লক্ষ্মীপূজো আর সেই দিন বৃষ্টি অনেকটাই কমবে। মোটের উপর লক্ষ্মী পুজোতে উজ্জ্বল আবহাওয়ার সাক্ষী থাকবে বঙ্গবাসী। তবে পুজোর কয়েকটা দিন আবহাওয়ার অনেকটাই উন্নতি হয় স্বাভাবিকভাবেই খুশি ছিল বঙ্গবাসী।
ষষ্ঠী থেকে সপ্তমী পর্যন্ত আবহাওয়ায় তেমন বিরম্বনা ছিল না বললেই চলে। তবে অষ্টমীর অঞ্জলীর পর থেকেই হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি হতে শুরু করে। নবমী এবং দশমী বৃষ্টি মুখর ছিল কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পর্ব শেষ হতেই উত্তরবঙ্গে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত।