The Calcutta mirror desk: প্রতি বছরের মতন এই বর্ষেরও দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে ভক্তদের ঢল। অমাবস্যা লাগার অনেক আগেই ভক্তরা ভিড় জমিয়েছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে মাকে দর্শন করবার জন্য। দুইদিন অমাবস্যা থাকায় ভক্তরা দূরদূরান্ত থেকে এসেছিলেন মায়ের কাছে।
কাকভোর থেকেই ভক্তরা এসেছিলেন মন্দিরে। যত বেলা বেড়েছে ততই যেন ভিড় বেড়ে গিয়েছে পাল্লা দিয়ে। কালীপুজোর বিশেষ তিথিতে ভবতারিনীর আরাধনা চলে এই মন্দিরে। মাকে সাজানো হয় নানান আবরণ এবং গয়না দিয়ে। ভোর ছটা থেকে শুরু হয়েছিল পুজো। এরপর অর্ঘ নিবেদনের জন্য সকলেই জোড় হাত করে দাঁড়িয়েছিলেন মায়ের সামনে। লাইনে দাঁড়িয়ে ছিলেন লক্ষাধিক ভক্তরা। লাল বেনারসিতে মুড়ে দেওয়া হয়েছিল মাকে। অলংকারে সজ্জিত এই দেবী। পুজো থেকে আরতি সবকিছুই চাক্ষুষ করেছেন ভক্তরা। মন্দির কর্তৃপক্ষের তরফে বসানো হয়েছিল একটি বিরাট সিসিটিভি ক্যামেরা এবং জায়ান্ট স্ক্রিন যেখানে সরাসরি দেখা গিয়েছিল এই ছবি।
করা নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছিল এই মন্দিরকে। দুপুর থেকে বিশেষ ভোগ আরতির আয়োজন করা হয় এছাড়াও ছিল গঙ্গা আরতি এবং মঙ্গল আরতি। প্রদীপ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল গঙ্গার পাড়। এখানেই শেষ নয় ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্য দিয়ে মাকে সন্ধ্যায় বরণ করে নেওয়া হয়