থাইল্যান্ড , ভিয়েতমতাম ও চীনের ড্রাগন ফল চাষ হচ্ছে নদীয়ায় তেহট্টে ।

0
68

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :  সাধারণত থাইল্যান্ড , ভিয়েতনাম ও চিনেই চাষ হয়ে থাকে ড্রাগন  ফল । যে ফলের মধ্যে থাকে অতি মাত্রায় এন্টিঅক্সিডেন্ট । যা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সুগার থাইরয়েড ও ক্যান্সারের চিকিৎসায় ।

আর সেই ড্রাগন ফল চাষ করে নজির গড়লেন  তেহট্টের যুবক সুলতান মল্লিক।  ১০ কাঠা জমিতে এই ড্রাগন  চাষ করেছেন ।  তার অনেক দিনের ইচ্ছে ছিল নতুন কিছু চাষ করার তাই ইউটিউবে ভিডিও দেখে নদীয়ার তেহট্টের পাথরঘাটায় ১০ কাঠা জমিতে ২৫০ টি গাছের চারা লাগান  আড়াইবছর আগে । এক বছরের মধ্যেই গাছ গুলিতে ফল ধরতে শুরু করে। এখন প্রায়  তিন থেকে সাড়ে তিন কুইন্টাল ফল তুলেছেন  প্রতি সপ্তাহে ।  এই ফল চাষ খুবই  লাভজনক এবং বাজার মুল্য প্রায় ২৫০-৩০০ টাকা  প্রতি কেজি । বাজারে চাহিদাও আছে বেশ। এই গাছ  একবার লাগালে  প্রায় ৩০-৩৫ বছর ফল দেয় । খুব স্বল্প খরচে এই চাষ করা যায় যে কোনো আবহাওয়াতেই । বাজারে চাহিদা  বুযুহে সুলতান মল্লিক ড্রাগন চাষ বারাতে চান আগামীদিনে । তার বিশ্বাস এই ড্রাগন ফলের  চাষ  বর্তমান প্রজন্মের বেকার ছেলেদের চাষে আগ্রহ ফেরাবে  এবং বিচক্ষণতার সাথে একমাত্র জমিতে বিনিয়োগই লাভের নিশ্চিত পথ দেখাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here