পঞ্চম ধাপে দার্জিলিংয়ে কোভিড -১৯ সহায়তা দান করলো আইএমএফ এর পূর্বাঞ্চল কমিটি

0
45

সন্তু ধর
নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট পঁচাত্তরটি শেরপা যুবক-যুবতীদের জন্য পড়াশোনার উপকরণ বিতরণের কথা জানলো আইএমএফ পূর্বাঞ্চল কমিটি। দার্জিলিং এর শেরপা পরিবারের পড়ুয়া গুলির জন্যে এটি তাদের পঞ্চম পর্যায় এর কোভিড-১৯ সহায়তা। 

আজ সংস্থার চেয়ারম্যান মাননীয় দেবরাজ দত্ত বলেন যে “ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, ইস্ট জোন কমিটি এই ঘোষণা করে আনন্দিত যে “দ্য হিমালয়ান”, স্বেচ্ছায় তহবিল নিয়ে এগিয়ে এসেছেন। তারা দার্জিলিংয়ের শেরপা পরিবারের ছোট্ট ফুলের মত পড়ুয়া যারা দেশের ভবিষ্যতের উন্নতির কারিগর এবং যারা দেশব্যাপী লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের অধ্যয়নের উপকরণ বিতরণ করে তারা যথেষ্ট উপকার করেছেন। 
এই প্রোগ্রামটি সুচারুভাবে সাজানোর জন্য এবং নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সত্তরজন বাচ্চাকে বাছাই করতে “শেরপা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” একটি নোডাল এজেন্সি হিসেবে কাজ করেছে। 
“এর আগে পর পর চারটি রেশন বিতরন ইভেন্ট পরিচালনা করার পরে এটি আমাদের পার্বত্য বন্ধুদের সহায়তা করার জন্য আর একটি অনন্য সুযোগ ছিলো”।– দেবরাজ দত্ত বলেন। 
18 জুলাই 2020 তে অনুষ্ঠিত এই মহত্‍ কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন মিঃ কুশাং শেরপা (সভাপতি), মিঃ না দরজি শেরপা (উপ-সভাপতি ) এবং মিঃ ফুরবা শেরপা (সম্পাদক)।
মাননীয় দেবরাজ বাবু একটি মুক্ত আবেদন রেখেছেন সকলের কাছে। তিনি জানিয়েছেন “আপনাদের  সকলের কাছে কিছু উপায় খুঁজে বের করার জন্য বিনীত অনুরোধ রইল যাতে আমরা এই সংকটকালীন সময়ে মানবীয় আঙ্গিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে এই কর্মসূচিটি দীর্ঘদিন চালিয়ে যেতে পারি”।  
তিনি আরও জানান যে এই পাহাড়ী মানুষদের (শেরপা পরিবার) বাঁচিয়ে রাখতে যদি কোনও বিশেষ স্পনসরশিপ প্রোগ্রাম শুরু করা যায় তবে অনুগ্রহ করে যেন তাঁকে জানানো হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here