The Calcutta mirror desk: দুর্গাপূজা মানেই কলকাতা। কলকাতার অলিতে গলিতেই শুধুই পুজোর গন্ধ। দুর্গাপূজাতে ঠাকুর দেখা মানেই মেট্রোরেল। শোভাবাজার সুতানুটি হোক কিম্বা কবি সুভাষ ঠাকুর দেখতে ভরসা ওই মেট্রোরেল। পুজোর কয়েকদিন মেট্রোর উপরেই ভরসা রাখেন ভ্রমণ প্রিয় আমুদে বাঙালিরা। এবার যাত্রীদের জন্য মেট্রো চালু করল টুরিস্ট স্মার্ট কার্ড। এবারের মেট্রোতে ভিড় অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি হবে এমনটাই আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই কারণেই যাত্রীদের জন্য এই নতুন টুরিস্ট স্মার্ট কার্ড চালু করা হয়েছে। যাত্রীরা যতবার ইচ্ছা ততবার মেট্রোতে করে যাতায়াত করতে পারবেন। সমস্ত করিডর মিলিয়ে প্রায় ১২ লক্ষযাত্রী যাতায়াত করবে বলে মেট্রো কর্তৃপক্ষের অনুমান। তাই টুরিস্ট স্মার্ট কার্ড বা স্মার্ট কার্ড ব্যবহার করবার ওপর জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ব্যবহার করা যাবে আমার মেট্রো অ্যাপ। এখান থেকে সরাসরি টিকিট কাটা যাবে। শুধু তাই নয় এক্ষেত্রে টিকিট কাটলে মিলবে পাঁচ শতাংশ ডিসকাউন্ট। পুজোর দিনগুলিতে যাতে আরামদায়কভাবে যাতায়াত করতে পারেন যাত্রীরা সেদিকেই লক্ষ্য রাখবে কলকাতা মেট্রো। উল্লেখ্য পুজোর দিনগুলিতে বেশি করে মেট্রো চালাবে কলকাতা মেট্রো। অতিরিক্ত ৩০ জোড়া মেট্রো চালানো হবে। যার ফলে যে কোন প্রান্ত থেকে যাত্রীরা সহজেই মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। প্রতি ১০ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। জাতি সুরক্ষা সুনিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে।