The Calcutta mirror desk: বাংলা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সৌরভ গাঙ্গুলী। বঙ্গ ক্রিকেটে নতুন ইনিংসের সূচনা করলেন ভারতবর্ষের প্রাক্তন ক্যাপ্টেন। সিএবি প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৪ ই সেপ্টেম্বর মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। সোমবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর প্রকাশিত হলো তার নাম। ভাইস প্রেসিডেন্ট হলেন নীতিশ রঞ্জন দত্ত। অন্যদিকে বঙ্গ ক্রিকেটের যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন মদন ঘোষ এবং সঞ্জয় দাস। সঞ্জয় দাসকে কোষাধ্যক্ষ হিসেবেও নির্বাচন করা হয়েছে। বঙ্গ ক্রিকেটে কি কি পরিবর্তন আনবেন সৌরভ। সিএবি সদস্যদের সঙ্গে ডিনার করেছেন সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট প্রথম এবং শেষ প্রাধান্য পাবে বাংলা জুড়ে এমন টাই বলছেন সৌরভ। ২০১৯ এবং ২০২২ দুইবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছে বাংলা। বাংলা দলের উন্নতির জন্য বারবার তিনি ক্রিকেট বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন বলেও জানিয়েছেন। কল্যাণী বেঙ্গল ক্রিকেট একাডেমি এছাড়া ডুমুরজলা ক্রিকেট একাডেমিকে নতুনভাবে সাজিয়ে তোলবার লক্ষমাত্রা নিয়েছেন সৌরভ। ইডেন সংস্করণের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন তিনি। সেনাবাহিনীর কাছে নেওয়া লিজ রিনিউ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সৌরভ। ভারত এবং দক্ষিণ আফ্রিকার পাঁচ দিনের লড়াই। সেই লড়াই নিয়ে সৌরভ বলছেন আমরা আশাবাদী ভারত জিতবে। বিশ্ব আসনে ভারতবর্ষে শ্রেষ্ঠ আসন লাভ করবে এমনটাই বলছেন সিএবি প্রেসিডেন্ট।