পুজোর আগেই বৃষ্টির ছুটি, সরকারি স্কুলগুলিকে বড় নির্দেশিকা মুখ্যমন্ত্রীর

0
26

The Calcutta mirror desk: আর মাত্র কয়েকদিন পরেই দুর্গাপুজো। কিন্তু সেই দুর্গাপূজার আগেই মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে বাঙালির। দ্বিতিয়া থেকেই শুরু হয়েছে ভয়ংকর বৃষ্টি। কলকাতা শহরে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে গড়েছে রেকর্ড। উত্তর থেকে দক্ষিণ কলকাতা জলে বানভাসি। তার মধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কলকাতায়।কন্ট্রোল রুম থেকে সমস্ত দিক খতিয়ে পর্যবেক্ষণ করছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। মহানগরের বিভিন্ন প্যান্ডেল চলে গিয়েছে, জলের তলায়। বিপর্যস্ত হয়েছে ট্রেন মেট্রো এবং বাস চলাচল। গত ১০ বছরে এমন বৃষ্টি দেখেনি কলকাতা বলছে কলকাতার মানুষজন। তাও আবার, বাঙালির দুর্গোৎসবের আগেই এমন বৃষ্টিতে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে উৎসব প্রিয় বাঙালির। প্রশাসন পুরোদস্তুর জল নামানোর কাজ করছে। আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল এ বছর পূজোর সময়ে ব্যাপক বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এই আবহে এবার আজ থেকেই স্কুলে ছুটির ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্তাদের তিনি নির্দেশ দিলেন অবিলম্বে স্কুলগুলিতে ছুটি দিতে হবে। শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টার। আগামী ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় সেমিস্টার হবে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ছুটি দিতে হবে সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে। রাজ্য সরকারের কর্মীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন আজকের ছুটি কাউন্ট করা হবে না। পরীক্ষার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ২৩ শে সেপ্টেম্বর ৫ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিও তাদের পরীক্ষা বাতিল করবার সিদ্ধান্ত নিয়েছে। আজকের পরীক্ষার নতুন তারিখ ভবিষ্যতে ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কোনভাবেই যাতে পুজোর প্যান্ডেল গুলিতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখবার জন্য বিশেষভাবে আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here