The Calcutta mirror desk: পঞ্জিকা অনুযায়ী নানান মাঙ্গলিক পুজো পার্বণের সময়সূচি রয়েছে। ঠিক যেমন অন্যান্য বছরের তুলনায় এবার অনেক আগেই দুর্গাপুজো নির্ঘন্ট শুরু হয়েছে। গত বছর কাকভোরে উঠে দিতে হয়েছিল অষ্টমীর অঞ্জলি। কেউ স্নান করতে পেরেছিলেন আবার কেউ না করতে পেরে ঘুমিয়েই মন্ত্র শুনে কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার কি হবে। আদৌ কি দিতে পারবেন অষ্টমীর অঞ্জলি। অমৃতযোগ এবং মহেন্দ্রক্ষণে সময়ের পার্থক্য অনেক কম আর ওই সময়ের মধ্যেই দেওয়া হয় অষ্টমীর অঞ্জলি। দুর্গাপূজোর অঞ্জলি দেন না, এমন বাঙালি নেই বললেই চলে। পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ হতেই যেন মনের মধ্যে এক আলাদা প্রশান্তি চলে আসে। এই সময় কখন দেবেন অষ্টমীর অঞ্জলি। ২৯ শে সেপ্টেম্বর অর্থাৎ ১২ আশ্বিন শুরু হচ্ছে অষ্টমীর তিথি বিকেল চারটে ৩৩ মিনিটে শুরু হচ্ছে এই তিথি। অন্যদিকে অষ্টমী তিথি শেষ হচ্ছে ৩০শে সেপ্টেম্বর অর্থাৎ ১৩ই আশ্বিন মঙ্গলবার। মঙ্গলবার দুপুর ১ টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ড শেষ হচ্ছে এই তিথি। অমৃত যোগ রয়েছে ভোর ছটা ১৭ মিনিট থেকে ১১ টা ৫৭ মিনিট পর্যন্ত। অন্যদিকে দুপুর থেকেই শুরু হয়ে যাচ্ছে অষ্টমীর সন্ধিপূজো। দুপুর ১ ২০ মিনিট থেকে শুরু হচ্ছে এই সন্ধিপূজো। সন্ধি পূজার সমাপ্ত সময় ২ টা ৮ মিনিট।। এই নির্দিষ্ট সময়ে বারোয়ারি থেকে বনেদি বাড়িতে সেরে ফেলতে হবে পুজো। অষ্টমী এবং সন্ধি পূজার মাহেন্দ্রক্ষণ বাঙালির কাছে এক চিরন্তন আবেগ। আর সেই আবেগের মধ্যেই আসে এই অষ্টমীর অঞ্জলি। অষ্টমীর অঞ্জলি যেন মন ভারাক্রান্ত করে দেয় সাধারণ মানুষের। অষ্টমী শেষ হলেই নবমীর পথে এগিয়ে যায়। তারপরেই দেবী দুর্গার পুজোর সমাপ্তি অবধারিত হয়ে ওঠে।