বাড়িতে একাই করবেন লক্ষ্মীপূজো, কিভাবে মানবেন যাবতীয় নিয়ম

0
97

The Calcutta mirror desk: আগামী সোমবার কোজাগরী লক্ষ্মীপূজো। বাংলার প্রায় সব বাড়িতেই এই লক্ষী আরাধনা করা হয়। মা লক্ষ্মী ভক্তদের কাছে আসেন তাদের আশীর্বাদ করবার জন্য এমনটাই প্রচলিত প্রথা চলে আসছে দীর্ঘদিন ধরে। মা দুর্গা চলে যাওয়ার পর মা লক্ষ্মী আসেন মর্ত্যে। মা লক্ষ্মীর আরাধনা করলে ধন-সম্পদ এবং প্রাচুর্য বৃদ্ধি পায়। বাড়িতে প্রথম বার লক্ষ্মী পূজা করবেন? অথচ পুরোহিত নেই। চিন্তা করবার কোন কারণ নেই বাড়িতেই লক্ষ্মীপূজো করতে পারেন নিজেই। নিজে লক্ষ্মী পূজা করবেন কিভাবে জেনে নিন তার ঘরোয়া উপায়। স্নান করে শুদ্ধ বসন পরে যে জায়গায় পুজো করবেন সেখানে গঙ্গার জল এবং গোবর দিয়ে পরিষ্কার করে নিতে হবে। লক্ষ্মী পূজার শুরুর আগে অবশ্যই নারায়নকে স্মরণ করতে হবে। নারায়ণকে স্মরণ না করলে সেই পুজোর কোন ফলাফল পাওয়া যাবে না।

 

 

 

 

মা লক্ষ্মীকে যেখানে বসাবেন সেখানে অবশ্যই সুন্দর করে আলপনা দিতে হবে এছাড়া বাড়ির সদর দরজার সামনে এবং অন্যান্য জায়গায আলপনা এঁকে নিতে হবে। পূজোর স্থানে একটি তামার পাত্র রাখা বাধ্যতামূলক এরপর সরণ করতে হবে সূর্যদেবকে তাকে স্মরণ না করলেও এই পুজোর ফল পাওয়া যাবে না।। সূর্যদেবকে স্মরণ করবার জন্য ওই তামার পাত্র থেকে অল্প অল্প জল ঢালতে হবে। ঘর স্থাপনের জন্য তামার পাত্র নিয়ে সিঁদুর এঁকে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এরপর একটি মাটির ডেলা তৈরি করতে হবে। তার উপরেই ঘট স্থাপন করে চারিদিকে ধান এবং দূর্বা ছড়িয়ে দিতে হবে। আমরোপল্লব দেওয়ার আগে তাতে তেল এবং সিঁদুরের ফোটা দিয়ে দিন। লক্ষ্মী দেবীর ধ্যান-মন্ত্র জপ করে নিষ্ঠা ভোরে তাকে ডাকতে হবে। মনে রাখবেন লক্ষী দেবীর ঘটে হরীতকী ফুল এবং দূর্বা দেওয়া বাধ্যতামূলক। লক্ষ্মী দেবীকে এক মনে স্মরণ করুন। ধ্যান মন্ত্র ভুল বললে সেই পুজোর কোনই অর্থ হবে না।

 

 

 

 

লক্ষ্মীর পাঁচালীতে এই মন্ত্রের উল্লেখ থাকে তাই সেখান থেকেই পেয়ে যেতে পারেন এই মন্ত্র এরপর দেবী লক্ষীকে ফুলের মালা এবং ফুল দিতে হবে। সেই সঙ্গে তার মাথায় চন্দন এবং সিঁদুরের টিপ একসাথে লেপে দিতে হবে। লক্ষ্মী পূজার ভোগে নাড়ু মুড়কি মিষ্টি অবশ্যই রাখুন। দেবী লক্ষী কাসর এবং ঘন্টা পছন্দ করেন না কেবল শঙ্খ বাজানো যেতে পারে। তার পুজোয় কাঁসা এবং পিতলের বাসন ব্যবহার করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here