বাংলার পশ্চিমের জেলায় বিখ্যাত শ্বেতকালী! দেবী এখানে সৌম্য সুন্দর

0
43

The Calcutta mirror desk: মা কালীকে শ্যাম বর্ণা হিসেবেই জানা যায়। তবে শ্যাম বর্ণা দেবী নয় এখানে দেবী পুজিত হন শ্বেতশুভ্র হয়ে। দেবী এখানে সাদা রংয়ের। বাংলাতেই রয়েছে এই দেবী। বীরভূমের অজয়পুরে তিনি পুজিত হন শেত কালী রূপে। এখানে তার শরীরের রং সম্পূর্ণ সাদা। কালো কিংবা ভয়ঙ্করি নয় তিনি এখানে আরাধ্যা শ্বেত শুভ্র হয়ে। বীরভূমের রাজবলহাটের এই কালি ৮০০ বছরের পুরনো। প্রায় ৮ শত বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন দেবী। শুধু তাই নয় হুগলির আটপুরে এই পুজো করা হয়। পশ্চিম বর্ধমানের কুলটি এলাকাতেও এভাবেই পুজো করা হয় দেবীর। এখানেও দেবীর গাত্র রঙ সাদা। কুলটির লালবাজার এলাকায় ফলহারিণী দেবীর পূজা করা হয়। সেখানেও দেবীর গায়ের রং এমনই সাদা। দেবী এখানে কালো কিংবা লাল রং নয় বরং সাদা রংয়ের পুজিত হন

। কিন্তু কেন এমন সাদা রঙে পুজিত হন তিনি। শোনা যায় এক সময় পুরুলিয়ার মধুময় ঘোষ নামের পুরোহিত শুশুনিয়া পাহাড় থেকে পাথরে এই মূর্তি গড়েছিলেন। তারপর থেকেই এভাবে পুজো করা হয় দেবীকে। বিভিন্ন প্রান্তে এই সাদা পাথর দিয়ে নিত্য পূজো করা হয় দেবীর। প্রতি অমাবস্যয় করা হয় বিশেষ পুজো। এছাড়া জৈষ্ঠ মাসেই প্রধান পুজো হয় এই শ্বেত কালির।

বিভিন্ন অমাবস্যা এবং চতুর্দশী তিথিতে দেবীকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। কালী পুজোর দিনগুলিতে শ্বেত কালীর বিশেষ আরাধনা করা হয়। মূলত পশ্চিমের জেলাগুলিতে দেবীর এই রূপের আরাধনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here