যিনি কালি তিনি কৃষ্ণ, বাংলার কোথায় রয়েছে এই অজানা মন্দির

0
69

The Calcutta mirror desk: জনশ্রুতি বলে দেবী কালীকে দর্শন করেছিলেন স্বামী বিবেকানন্দ। একবার দেবীর ধ্যানে মুগ্ধ ছিলেন তিনি এরপরেই নাকি দেবী দেখা দেন তাকে। তিনি অনুধাবন করেছিলেন যিনি কালি শ্রীকৃষ্ণ আসলে তিনি। আবার শ্রী রামকৃষ্ণ বলেছিলেন কালী এবং কৃষ্ণ একই অঙ্গে দুই রূপ। সামনেই আসছে কালীপুজো আর এই কালী পুজোতে কালী এবং কৃষ্ণ একই রূপে পূজিত হন বাংলার একটি স্থানে।

চতুর্ভুজা দেবীর এক হাতে রয়েছে খড়গ অন্য একটি হাতে রয়েছে চাঁদ মালা। অর্থাৎ একদিকে যেমন তিনি ভয়ংকরী অন্যদিকে তিনি শান্ত সুশীলা। তার সামনের দুটি হাতে আবার রয়েছে কৃষ্ণের মতন বাঁশি। ঠিক যেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার দুই হাতে বাঁশি ধরে থাকতেন। তেমনভাবেই দেবীর এই ভঙ্গিমায় যেন ধরা পড়েছে শ্রীকৃষ্ণ। দেবীর গায়ের রং নীল অর্থাৎ কৃষ্ণ যেমন শ্যাম বর্ণ তেমনভাবেই দেবীর রূপ ফুটে উঠেছে। অথচ দেবীর অগ্র জিহ্বা প্রসারিত। একই অঙ্গে দুইরূপ ধারণ করেছেন তিনি। কালীঘাটে এমন ভাবেই পুজিত হয়ে থাকেন দেবী কালী। একদিকে কৃষ্ণ অন্যদিকে কালী দুই ভাবেই তাকে পূজন করা হয়। বস্ত্র এবং অলংকারে তিনি সজ্জিত । দেবী যেন বাঁশি বাজাচ্ছেন এখানে। আবার একই সাথে তিনি সংহার কারিণী।

কৃষ্ণ এবং কালিকে একসঙ্গে দর্শন করতে গেলে অবশ্যই যেতে হবে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের পাশে এই মন্দিরে। কাঠের চুল্লির একেবারে বাঁদিকে রয়েছে এই মন্দির সেখানে একই অঙ্গে বসবাস করছেন কালী এবং কৃষ্ণ। প্রতিদিন এখানে শান্ত পরিবেশে নিত্য পূজো হয় এছাড়া কিছুটা দূরেই রয়েছে বাবা ভৈরবের মন্দির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here