The Calcutta mirror desk: আর মাত্র কয়েকদিন পরেই কালীপুজো তারপর আলোর উৎসব দীপাবলি। কালীপুজো আসলে একটি উৎসব হলেও বাংলার ঘরে ঘরে পুজিত হয় এই কালি। বাংলা প্রায় প্রতিটি এলাকায় রয়েছে একটি করে কালীমন্দির। আর এইসব কালী মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে রয়েছে নানান কিংবদন্তি।
কলকাতার বুকে রয়েছে একটি কালীবাড়ী যেখানে শিবের পায়ের তলায় মেশানো হয় চিতার ছাই। এটি আসলে দেবী তারা সুন্দরীর মন্দির মনে করা হয় এখানে কালি সম্পূর্ণ জ্যান্ত। উত্তর কলকাতায় এই মন্দিরটি আসলে তন্ত্রসাধনার এক গুপ্ত দরজা। এখানে গেলে যেন এক অজানা রহস্যের মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। সব সময় গা ছমছমে পরিবেশ থাকে এখানে। এখানে মা পূজিত হন তারাশঙ্করী রূপে। তবে ভক্তদের কাছে তিনি করুনাময়ী সব সময় তার ভক্তদের উদ্দেশ্যে তিনি করুনার বাণী বর্ষণ করেন। এই মন্দিরকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান উপকথা। মনে করা হয় এই মন্দিরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক নর মুন্ডু এবং হাড়। মন্দিরের ভিতরে চলে কিছু পুজো যা আসলে সকলের জন্য উন্মুক্ত নয়
। মায়ের ভোগ এবং সন্ধ্যার আরতি সবকিছুই করা হয় জ্বলন্ত চিতার সামনে। নর মুন্ডের আসনে বসে প্রার্থনা করেন পুরোহিত। নেপালের মতন পশ্চিমবাংলায় মহাকাল ভৈরব হিসেবে পূজিত হন ভগবান শিব। এই মন্দিরের প্রতিটি ক্ষেত্রেই যেন লুকিয়ে রয়েছে এক রহস্য।


