The Calcutta mirror desk: এবারের কালীপূজায় বড়মার কাছে অঞ্জলি দিতে চান? কিভাবে যাবেন নৈহাটিতে বড়মার কাছে । নৈহাটির বড়মার প্রসিদ্ধি ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। প্রতিদিন অসংখ্য ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে পুজো দিতে। ২০ শে অক্টোবর সোমবার অমাবস্যা লাগছে তাই ২১ তারিখ বড়মার অঞ্জলি সম্পন্ন হবে ।
দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে অঞ্জলি দিতে এবং মায়ের কাছে পুজো দিতে। এবারেও নিরাপত্তা বলয় ঢেকে ফেলা হবে গোটা এলাকা থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনীর মোতায়েন। এই বছর কালীপুজোর সময় কখন বড়মার অঞ্জলি হবে । মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে পুজো শুরু হবে ২০ শে অক্টোবর রাত বারোটা থেকে । অঞ্জলি হবে রাত তিনটে। অন্যদিকে ভোর থেকে পরের দিন বিকেল ছয়টা পর্যন্ত চলবে দণ্ডী কাটা। বড়মার ভোগ প্রসাদ বিতরণ করা হবে ২০ শে অক্টোবর রাত তিনটে থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত চলবে এই ভোগ প্রসাদ বিতরণের প্রক্রিয়া।
জগবন্ধু মোড়ের কাছে একটি পুকুর রয়েছে সেখানেই দেওয়া হবে এই ভোগ প্রসাদ তবে সন্দেশ প্রসাদ নেওয়ার জন্য আগে থেকে কুপন কেটে নিতে হবে। এই প্রসাদ ওই একই সময়ে বিতরণ করা হবে। নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং মহেন্দ্র উচ্চ বিদ্যালএর কাছে এই সন্দেশপ্রসাদ পাওয়া যাবে । ১৭ তারিখের পর আবার ২৬ শে অক্টোবর বড়মার মন্দির খুলে যাবে সকলের জন্য।